Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পোস্টাল একাডেমী

জাতীয়ভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতার উন্নয়ন সাধনের লক্ষ্য নিয়ে ১৯৮২ সালে পোস্টাল একাডেমী, রাজশাহীর যাত্রা শুরু হয়। ১৯৮৬ সালে এটি বর্তমান রূপে ও অবস্থানে পুনঃপ্রতিষ্ঠিত ও পুনঃগঠিত হয়। তবে এ একাডেমীটি প্রতিষ্ঠার উদ্যোগ স্বাধীন বাংলাদেশের প্রথম দিকেই গ্রহণ করা হয়। ১৯৭৪ সালে চুড়ান্তভাবে এ একাডেমীটি প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়।

 

শুরু থেকে আজ পর্যন্ত একাডেমী কর্তৃক প্রায় ৬০০টি কোর্স পরিচালনা করা হয়, যেখানে প্রায় ছয় হাজারেরও অধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ইন্ডাকশন কোর্স, পোস্টাল ম্যানেজমেন্ট কোর্স, মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন, জনসংযোগ ইত্যাদির উপর অনুষ্ঠিত কোর্সে এ সকল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। বিগত কয়েক বছর যাবৎ কম্পিউটার এর উপর কিছু মৌলিক কোর্সও অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ, পোস্টাল একাডেমীর প্রশিক্ষণ সূচিতে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সংযোজিত হয়েছে।

 

আমরা মনে করি আমাদের সাথে সম্পর্কিত ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনগুলোর প্রত্যাশা পূরণে আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধ পরিকর। পোস্টাল একাডেমীর অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধার উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতি যে সহযোগিতা সম্প্রসারণ করা হয়েছে তার প্রতিদান হিসাবে এবং বর্তমান ও ভবিষ্যৎ সুবিধাসমূহের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্বি-বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করেছি। আমরা আশা করি  এ সকল প্রশিক্ষণ কর্মসূচির কাযকর বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের প্রদত্ত সেবা এবং আমাদের সাথে সম্পর্কিত ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনগুলোর প্রত্যাশার মাঝে যে ব্যবধান রয়েছে তা ঘুচাতে সক্ষম হব। আগত দিনগুলোতে উৎকর্ষ সাধনে নিরন্তর প্রয়াসের আশা পোষণ করছি।