Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ ২৭ অক্টোবর, ২০১৯ খ্রি: তারিখ পোস্টাল একাডেমি, রাজশাহীতে উদ্বোধন হল ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের।
বিস্তারিত

আজ ২৭ অক্টোবর ২০১৯ খ্রি:; ১১ কার্ত্তিক ১৪২৬ বং: রোজ রবিার পোস্টাল একাডেমি, রাজশাহীতে শুরু হল ছয় মাস মেয়াদী ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সে উপলক্ষ্যে আজ পোস্টাল একাডেমিতে আয়োজন করা হয়েছিলো এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানপোস্টাল একাডেমির সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মাদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে একাডেমি হলরূমে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহা: মনির হোসেন, মেম্বার ডা্ইরেক্টিং স্টাফ (অতিরিক্ত সচিব), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র, সাভার, ঢাকা উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, রাজশাহী জনাব মো: হামিদুল হক এবং সম্মানিত ্উপ-পরিচালক, মৎস অধিদপ্তর, বিভাগীয় অফিস, রাজশাহী মধ্যাহ্ন ১২ ঘটিকায় শুরু হওয়া অনুষ্ঠানে উত্তরাঞ্চল পোস্টাল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল, ডাক জীবন বীমা আঞ্চলিক ম্যানেজারসহ রাজশাহীস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আমণ্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন

যোগদানকারী ছয়টি বিসিএস ক্যাডারের (কৃষি, তথ্য-সাধারণ, মৎস, পিডব্লিউডি, প্রাণীসম্পদ ডাক) মোট ৩৭ (সাঁইত্রিশ) জন নবীন কর্মকর্তাকে  বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দক্ষদেশপ্রেমিক সেবাপরায়ণ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ পূর্বক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য কোর্স পরিচালক উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে অভিন্ন কারিকুলামে ২৭ অক্টোবর, ২০১৯ তারিখে শুরু হওয়া কোর্সটি সমাপ্ত হবে ২৩ ্এপ্রিল, ২০২০ খ্রি: তারিখে

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2019
আর্কাইভ তারিখ
23/04/2020